This site is under construction...(এই সাইটটি নির্মাণ কাজ চলছে...) বই অর্ডার দিতে সমস্যা হলে ফোনে/ইমেইলে অর্ডার দিন। 01962-011 055. akotabd.350@gmail.com

Monday, December 11, 2017

আজ জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস।

তেরখাদা আইটিঃ আজ ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস (ন্যাশনাল আইসিটি ডে)’। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ২০০৮ সালের ১২ ডিসেম্বর বর্তমান সরকার যে রূপকল্প ২০২১ঃ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণা দেন তার সুবাদেই অভাবনীয় তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল দেশ বলে গণ্য।
তাই দিনটকে স্মরণীয় করে রাখার জন্য ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস (ন্যাশনাল আইসিটি ডে)’ ঘোষণা করা হয়েছে।

দিবসটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক তৈরীকৃত অডিও ভিজুয়াল দেশের প্রতিটি ইউডিসিতে আজ সন্ধ্যায় প্রচার করা হবে।

আইসিটি দিবসে প্রদর্শণের জন্য ভিডিও সমূহ




যা আইসিটি ডিভিশন থেকে  সরবরাহকৃত । ওয়েব লিংক গুলো নিম্নে দেওয়া হলো।

সূত্রঃ এখানে।

No comments:

Post a Comment

Your Comment Here.