This site is under construction...(এই সাইটটি নির্মাণ কাজ চলছে...) বই অর্ডার দিতে সমস্যা হলে ফোনে/ইমেইলে অর্ডার দিন। 01962-011 055. akotabd.350@gmail.com

Showing posts with label Outsourcing. Show all posts
Showing posts with label Outsourcing. Show all posts

Tuesday, April 3, 2018

ইউটিউবের যে কোন ভিডিও শেয়ার করে মাসে ১০০ ডলার আয় করুন

আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি। আজকের আমি লিখবো ইউটিউবে নিজের চ্যানেল ছাড়াই ইউটিউবের যে কোন ভিডিও শেয়ার করে কিভাবে মাসে ১০০ ডলার আয় করবেন সে বিষয়ে।  পিসি তে /মোবাইল অ্যাপসে দুইটায় এ পদ্ধতি কাজ করবে। বিষয়টা গুজব নয়।  সত্যি। আপনি কম্পিউটারে অথবা মোবাইলে এ্যাপস ব্যবহার করে কাজটি করতে পারবেন। এ্যাপসের ডাউনলোড লিংক এই পোস্টেই পেয়ে যাবেন।  চলুন এবার আমরা ধাপে ধাপে দেখবো কিভাবে এই অসাধ্যকে সাধন করবো। 

পিসি থেকে যদি কাজ করেন তাহলেঃ
প্রথমে এখানে ক্লিক করুন।  তারপর Sign Up বাটনে ক্লিক করে বিনামূল্যে  একটি একাউন্ট করে নিন। এবার আপনার একাউন্ট টাকে ভেরিফাই করে নিন, আপনার ফেসবুক এর সাহায্যে। শুধু মাত্র ভেরিফাই লেখার উপরে ক্লিক করলেই হবে। তারপর আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে। আর ভেরিফাই করার জন্য সাথে সাথে আপনি 5 AMPs ফ্রি বোনাস পাবেন। যা দিয়ে দিয়ে এবার আপনাকে কাজ করতে হবে।
এই সাইটে লগ ইন করার পর দেখতে পাবেন প্রথম পেজেই Upload New Content নামে একটি বাটন আছে। যেটি নিচের ছবিতে লাল বৃত্ত দিয়ে দেখানো হয়েছে।

এখন Upload New Content বাটনে ক্লিক করুন।
তাহলে নিচের ছবির মত একটি পেজ আসবে।  অন্যদিকে নতুন একটি ট্যাবে ইউটিউবে যান। এবং আপনার পছন্দের যে কোন একটি ভিডিও’র লিংক কপি করুন। তারপর আবারো এই সাইটে ফিরুন।

এখন  Please insert a valid URL for the content you want to AMPs লেখার নিচের খালি ঘরে ইউটিউব থেকে কপি করে আনা ভিডিও লিংক টি পেস্ট করে দিন।
তারপর Continue to Preview বাটনে ক্লিক করুন। তাহলে পরের পদক্ষেপে নিচের ছবির মতো একটি পেজ আসবে। যেখানে ভিডিওটির প্রিভিউ দেখাবে।

এখানে লাল বৃত্ত দিয়ে দেখানো অংশে (-) আইকনে ক্লিক করে AMPs নির্বাচন করে দিন। প্রথম অবস্থায় কম দিলে আপনার জন্য ভাল হবে। কারণ আপনার বোনাস পাওয়া 5 AMPs দিয়ে অনেক গুলো লিংক শেয়ার করতে পারবেন। যা আপনার জন্য লাভজনক।
এখন (-/+) চিহ্ণের পাশে  Ampleify বাটনে ক্লিক করুন। সামান্য কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে Ampleify হয়ে যাবে। তারপর নিচে ঐ লিংক টি শেয়ার করার অপসন দেখতে পারবেন। এটাকে আপনি এবার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। যাতে ভিউ বেড়ে যায়। কারণ ভিউ বাড়লেই আপনার লাভ। ব্যাস আপনার কাজ শেষ। শুধু মাত্র এটুকুতেই আপনার ইনকাম হবে। আপনার একাউন্টে 25 AMPs হলেই আপনি তা তুলতে পারবেন। কোন সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন। এখানে ধাপে ধাপে বর্ণনা সহ স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।


ভিডিওটি  দেখে আসুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন।

এবার আসি মোবাইল অ্যাপস এর সাহায্যে কিভাবে কাজ করবেন সে বিষয়েঃ

প্রথমে এখানে ক্লিক করে wildspark নামক অ্যাপস টি ফ্রি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ১০ মেগাবাইট। Download
এবার অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করুন। এবার অ্যাপসটি রান করুন। তারপর Join  ট্যাবে গিয়ে সেখান থেকে Join বাটনে ক্লিক করুন। এবার আপনাকে এই সাইটে একটা একাউন্ট করতে হবে। এর জন্য Sign Up বাটনে ক্লিক করে বিনামূল্যে  একটি একাউন্ট করে নিন। তারপর আপনার একাউন্ট টাকে ভেরিফাই করে নিন, আপনার ফেসবুক এর সাহায্যে। শুধু মাত্র ভেরিফাই লেখার উপরে ক্লিক করলেই হবে। তারপর আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে। তারপরের কাজগুলো উপরের মতই। এই অ্যাপস এ ইউটিউব ট্যাবে গিয়ে পছন্দের ভিডিও নিয়ে আসতে পারবেন। এছাড়া টিউটোরিয়াল ট্যাবে গিয়ে কিভাবে কাজ করবেন তার বর্ণনা ও ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন।
এই সাইটে বর্তমানে অনেকেই কাজ করছেন এবং অনেক বড় অংকের অর্থ উপার্জন করছেন। যার প্রমাণ আপনারা গুগল/ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ধৈর্যসহকারে কাজ করতে থাকুন। আশা করি আপনিও সফল হবেন। ইনশা আল্লাহ। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আমার জানা থাকলে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ইনশা আল্লাহ।
আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে/ইউটিউব চ্যানেলে ভিজিট করুনঃ

https://www.youtube.com/channel/UCoA19jqOWIEywZjyAj1Kacw
http://www.modernbangla24.blogspot.com
http://www.ithouse24.xyz
http://www.mbtv24.com
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ https://web.facebook.com/groups/1782834968688273/

Thursday, August 20, 2015

আয় করুন Facebook, Twitter, YouTube, Google+, LinkedIn ব্যবহার করে।



 প্রিয় ভিজিটর বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিবেন।আশা করি ভালই আছেন। আজ আমি লিখবো অনলাইনে আয়ের একটা সহজ উপায় সম্পর্কে। আমরা সবাই কমবেশি Facebook, Twitter, YouTube, Google+, LinkedIn ইত্যাদি ব্যবহার করি।কিন্তু এখন থেকে এগুলো ব্যবহার করার পাশাপাশি যদি কিছু আয় ও হয় তাহলে মন্দ কি! তাহলে চলুন শুরু করা যাক।প্রথমে এখানে ক্লিক করে সম্পূর্ন ফ্রিতে একটা একাউন্ট করে নিন ।

রেজিস্ট্রেশন করার প

Thursday, May 21, 2015

অন লাইনে সার্ভে/ রিভিউ/কমেন্ট করে আয় করুন খুব সহজেই।


ছবি।

প্রিয় ভিজিটর বন্ধুরা আশা করি ভাল আছেন।আজ আপনাদের জন্য আমি অন লাইনে আয়ের একটি সহজ উপায় সম্পর্কে লিখবো।এখানে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে প্রথম দিন থেকেই আয় করতে পারবেন।আপনার কাজ হল নির্দিষ্ট কিছু সার্ভে করতে হবে, কমেন্ট লিখতে হবে বা রিভিউ লিখতে হবে।তাতেই আপনি টাকা পাবেন। সাইটটিতে ফ্রী রেজিস্ট্রেশন করতে এখানে  http://www.AWSurveys.com?R=4358477    ক্লিক করুন। অথবা এড্রেসবারে উক্ত লিংকটি লিখে ইন্টার বাটন চাপুন।


Tuesday, May 12, 2015

ঘরে বসে অন লাইনে আয় করা শিখুন খুব সহজেই। পর্ব -০২

বন্ধুরা সালাম ও শুভেচ্ছা রইলো।আশা করি ভালই আছেন।আজ আমি গত ১ম  পর্বে  যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করছি। অযথা কথা না বাড়িয়ে আমি শুরু করছি।
বিভিন্ন প্রকার অভিজ্ঞতা বা দক্ষতাকে ব্যবহার করে আয়: বিভিন্ন প্রকার দক্ষতা যেমন- গ্রাফিক্স ডিজাইন, লোগো ও এনিমেশন তৈরী, ওয়েব সাইট তৈরী বা ডিজাইন, ইমেইল মার্কেটিং,কোন বিষয়ে জরিপ করা, আর্টিকেল বা ব্লগ লেখা ইত্যাদি।এ সব কাজ করে যথেস্ট আয় করা যায়।বন্ধুরা চলুন তাহলে কাজ শুরু করা যাক।প্রথমে আমরা সহজ কাজ দিয়েই শুরু করি।অর্থাৎ পিটিসি সাইটের কাজ দিয়েই শুরু করি।শুধু মাত্র ক্লিক করে আয় করার জন্য আপনার যা যা প্রয়োজন :

ঘরে বসে অন লাইনে আয় করা শিখুন খুব সহজেই । পর্ব-০১

প্রিয় ভিজিটর বন্ধুরা আশা করি ভালই আছেন আমি আপনাদের জন্য সাহিত্য সংস্কৃতি,ইতিহাস,ঐতিহ্য, সংবাদ, সাধারণ জ্ঞান, উপকারী টিপস, ঘরে বসে বিনা পুঁজিতে ইন্টারনেটে আয় করা এবং উপার্জিত টাকা উত্তোলনের বিভিন্ন পদ্ধতি ইত্যাদি বিষয়ের উপর নিয়মিত লিখব ইনশা আল্লাহআপনারা নিয়মিত আমার সাইটে ভিজিট করে লেখা পড়ুন এবং আপনার মতামত দিন

 আজ আমি ঘরে বসে বিনা পুজিতে অন লাইনে আয় সম্পর্কে লিখবোঅন লাইনে আয় করতে চাইলে নিয়মিত আমার লেখা পড়ুনএকেবারে প্রাথমিক পর্যায় থেকে আমি বিষয়টি লেখা শুরু করবআজ হল প্রথম পর্ব

Sunday, May 10, 2015

Eid Mubarak. 16.8 MB Free download just a comedy drama (3GP fIle).



Asasalamu alaikuma. Everyone Eid Mubarak. Eid Bring clear that all life flows, joy, glee - this is all of our expectations.

Dear Friends, this Eid is the provision for a little entertainment. Gifts you give me written, directed, produced and acted in a funny, funny drama. Staged Free  Click here to download.