একতা বিডি
ডট কমঃ
২৭ সেপ্টেম্বর
রবিবার ইখড়ি কাটেংগা ফজলুল হক পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯২ সালে এসএসসি পাশ
করা শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলা ডাক বাংলা চত্ত্বরে ছাত্র-শিক্ষক মিলন মেলা ও মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন। সূত্র মতে
জানা যায়,
৯২ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধু সংগঠন রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান
মালার আয়োজন করে।এগুলোর মধ্যে ছিল জমায়েত, র্যালী, অতীত স্মৃতিচারণ, বন্ধু আড্ডা ও
পরিবার পরিচিতি, ভোজন এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান ও তেরখাদা থানা অফিসার ইনচার্জ
মোঃ নাসিরুদ্দিন, তেরখাদা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু রতন কুমার দাস, জনাব আশরাফ আলী, জামিরুল ইসলাম
প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে শিক্ষক এম বোরহান উদ্দিন মোল্যা, মোঃ রিজাউল
হক, মোঃ মোস্তফা ও আবুল বাশার কে মরনোত্তর আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়া
অবসর প্রাপ্ত অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হেমায়েত হোসেন চৌধুরী কে আজীবন সম্মাননা
প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিএম মিরাজ। অন্যান্যদের মধ্যে উপিস্থত ছিলেন
সমির কুমার সাহা,শিক্ষার্থীদের মধ্যে মোঃ আসলাম
মোল্যা, দেলোয়ার, নবীর, কচি, চুন্নু, হিমরুল, লিপিকা পাত্র, ডলি, রত্না, সুধাংশু, মাহামুদ,
মিহির,এনামুল, এমদাদ, হাবিব, শরীফ, মনজুর, মুনির আহম্মেদ সোহেল,নাসির, মোঃ সেলিম সহ
আরো অনেকে। অনুষ্ঠানে সকল বন্ধুদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ডাঃ সুধাংশু
কুমার বিশ্বাস,
সম্পাদক,
একতা বিডি
ডট কম।
No comments:
Post a Comment
Your Comment Here.