This site is under construction...(এই সাইটটি নির্মাণ কাজ চলছে...) বই অর্ডার দিতে সমস্যা হলে ফোনে/ইমেইলে অর্ডার দিন। 01962-011 055. akotabd.350@gmail.com

Sunday, June 7, 2015

এসএসসি'র ফলাফল পুণঃ নিরীক্ষণ করার নিয়ম।

 এসএসসি'র ফলাফল পুণঃ নিরীক্ষণ করতে চান ? তাহলে এক্ষুনিই নিচের পদ্ধতি অনুসরণ করুন।
আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখুন 
RSC স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে  স্পেস দিয়ে কাঙ্খিত  বিষয়ের কোড নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি কেটে রাখা হবে।
ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস দিয়ে ইয়েস (YES) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে নিজ মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেসব বিষয়ে দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা লাগবে।

No comments:

Post a Comment

Your Comment Here.