This site is under construction...(এই সাইটটি নির্মাণ কাজ চলছে...) বই অর্ডার দিতে সমস্যা হলে ফোনে/ইমেইলে অর্ডার দিন। 01962-011 055. akotabd.350@gmail.com

Thursday, June 25, 2015

কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস ভারতের রাজচক্র স্বর্ণপদক-২০১৫ অর্জন।

Sudhangsu Kumar-02
কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস
Terokhada IT :
একতা বিডি ডট কমঃ আইটি বাংলা ২৪.কম, এর সম্পাদক, তেরখাদা আইটি’র উপদেষ্টা ও গাঙচিল তেরখাদা শাখার সভাপতি কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস কবিতা ও কথা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গত ১৬জুন ভারতের রাজচক্র স্বর্ণপদক-২০১৫ অর্জন করে স্বদেশে ফিরেছেন।
খুলনা জেলার তেরখাদা
উপজেলার তেরখাদা সদরের কৃত্তি সন্তান, বিশিষ্ট সাহিত্যিক,অভিনেতা, চিকিৎসক , সাংবাদিক গত ১৬জুন ২০১৫ ভারতের সেরা জনপ্রিয় সংবাদ পত্রিকা রাজচক্র কর্তৃক লোক সংস্কৃতি কেন্দ্র, শান্তিপুর, কোলকাতা, ভারতে আয়োজিত এক জমকালো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে
কবিরত্ন ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস কবিতা ও কথা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজচক্র স্বর্ণপদক-২০১৫ অর্জন করেন। এই পদক অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাঙচিল তেরখাদা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শেখ নুরুল ইসলাম দিশারী, তেরখাদার সংগ্রামী কবি মোঃ মহিউদ্দিন জাবেদ, গাঙচিল, তেরখাদা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাহিত্য সম্পাদক গাজী জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক, মোঃ সাবিবুর ইসলাম সাবু, প্রচার সম্পাদক, আহম্মেদ আল মাসুদ, সজল অধিকারী, ইলিয়াস হোসেন, মনজ বিশ্বাস, শ্রীবাস বিশ্বাস, শাহিনুল ইসলাম বাবু, কাজী আশিকুজ্জামান, মুরাদ হাসান, সুমন কুমার বিশ্বাস, সুমন আহম্মেদ, মোঃ রাসেল, মোঃ আরিফ, মোঃ রাজিবসহ তেরখাদা উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।
তারিখঃ২৫-০৫-২০১৫ইং।

No comments:

Post a Comment

Your Comment Here.